সাভারে পাওয়ার গ্রিডে আগুন নিয়ন্ত্রণে এসেছে

শেয়ার করুন

সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন এখনও পুরোপুরি নির্বাপণ করা যায়নি। এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো: সালেহ উদ্দিন বলেন, মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটে আমিনবাজার পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এর ভিতরে একটি ট্রান্সফরমার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে রাজধানীর কল্যাণপুর থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কিন্তু ট্রান্সফরমারের অয়েল ট্যাংকারে আগুন লাগায় তা ভয়াবহ আকার ধারণ করে। পরবর্তীতে সাভার, মিরপুর, ফায়ার সদর দপ্তর, কুর্মিটোলা, চামড়া শিল্প নগরী ও সিদ্দিক বাজারসহ বিভিন্ন স্থান থেকে ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

তিনি আরো জানান, টানা দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১৫ মিনিটে আগুন আমাদের নিয়ন্ত্রণে আসে।‌ তবে আগুন এখনো নির্বাপণ করা সম্ভব হয়নি। আপাতত আগুন ছড়িয়ে পড়ার আর কোন সম্ভাবনা নেই । আগুন পুরোপুরি নির্বাপণ করতে কত সময় লাগতে পারে সেটিও এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।


শেয়ার করুন

Similar Posts