আমতলীতে তিন ইটভাটা বন্ধ, চার ইটভাটায় দুই লক্ষ টাকা জরিমানা

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে পরিবেশগত ছাড়পত্রের কতিপয় শর্ত লংঘন ও আইনের ৪ ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় চার ইটভাটার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা ও তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন বুধবার অভিযান পরিচালনা করে এ জরিমানা ও ইটভাটা বন্ধ করে দেন।
জানাগেছে, আমতলী উপজেলার অধিকাংশ ইটভাটার মালিকরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন না মেনে ইটভাটা পরিচালনা করে আসছেন। বুধবার পরিবেশ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন অভিযান পরিচালন করেছেন। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন বিজয় এন্ড শিশির ব্রিকসে এক লক্ষ টাকা, আজাদ ব্রিকসে ৩০ হাজার টাকা, কীম ব্রিকসে ৩০ হাজার টাকা এবং জিমি ব্রিকসে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে বিজয়এন্ডশিশির, আজাদ ও কীম ব্রিকসের ইটভাটার আগুন নিভিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ এবং কাচা ইট ধ্বংস করে দেয়া হয়।
বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে আইনের ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় চার ইটভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা ও তিনটি ইটভাটা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।