হঠাৎ মধ্য রাতে ঢাবিতে মিছিল

শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গভীর রাতে সাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছেন বেশকিছু শিক্ষার্থী।

মঙ্গলবার (১১ মার্চ) গভীর রাতে এ মিছিল করেন তারা। এ সময় তারা ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ এর কর্মসূচিতে পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানান।

রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বের হয়ে মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বলেন, পুলিশের ওপর হামলার ঘটনাটি দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দেয়ার চেষ্টা।

এর আগে ধর্ষকদের বিচার ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে উত্তাল ছিল রাজধানীর শিক্ষাঙ্গনসহ রাজপথ।‌ মঙ্গলবার ঢাবির রাজু ভাস্কর্য থেকে ধর্ষণ ও নীপিড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি সংগঠন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করলে তাতে বাধা দেয় পুলিশ। হোটেল ইন্টারকন্টিানেন্টাল মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। এসময় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। এর আগে অবস্থান কর্মসূচি থেকে সহিংসতা প্রতিরোধে ব্যর্থতার দায়ে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।

তারও আগে দুপুর থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। কিছুক্ষণের জন্য মোড় অবরোধ করে ধর্ষণে দায়ীদের দ্রুত বিচারের আল্টিমেটামসহ বিভিন্ন দাবি জানান তারা। বিচারহীনতার কারণে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলেও অভিযোগ তাদের।


শেয়ার করুন

Similar Posts