মহাকাশ স্টেশন থেকে ন’মাস পরে পৃথিবীর পথে রওনা দিলেন সুনীতারা, বুধবার ভোররাতে ফ্লরিডায় নামার কথা

শেয়ার করুন

নাসার দেওয়া তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টার (ভারতীয় সময় অনুসারে) কিছু পরে সুনীতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেয় স্পেসএক্সের ড্রাগন যান।

পৃথিবীর উদ্দেশে রওনা দেওয়ার আগে সুনীতারা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। ছবি: নাসা।

ন’মাস পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিলেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী নভশ্চর বুচ উইলমোর।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩৫ মিনিটে (ভারতীয় সময় অনুসারে) আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেয় স্পেসএক্সের ড্রাগন যান। সোমবার সকাল থেকেই গোটা অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার করছে নাসা। আনন্দবাজার।


শেয়ার করুন

এই সম্পর্কিত