ভোটাধিকার নিয়ে টালবাহানা চলবে না: রিজভী

শেয়ার করুন

মানুষের ভোটাধিকার নিয়ে কোনো টালবাহানা করা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (১৪ এপ্রিল) নববর্ষ উপলক্ষে রাজধানীর পরীবাগে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

রিজভী বলেন, ‘যে ভোটাধিকারের জন্য আমরা ১৫-১৬ বছর ধরে লড়াই করছি, সেটি এখনও নিশ্চিত হয়নি। সেটি নিশ্চিত করার পথেই আমরা এগোচ্ছি। জনগণের ভোটাধিকার নিয়ে কোনো টালবাহানা করা চলবে না। কারণ, ভোটের অধিকারের জন্যই তো মানুষ সংগ্রাম করেছে। সুতরাং নববর্ষে জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরেয়ে দেয়া।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদলীয় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল দাবি করে তিনি বলেন, শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আর এই ভোটাধিকার কেড়ে নিতে গিয়ে তিনি আজীবন ক্ষমতাবিলাসী হয়ে ওঠেন। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, ন্যায়বিচার, আদালত, আইনকানুন, গণমাধ্যম সবকিছু ভেঙেচুরে তছনছ করে দেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘এ দেশের মানুষ তার নিজস্ব চিন্তা, নিজস্ব সংস্কৃতি, গৌরবময় অতীত এবং আবহমান বাংলার প্রকৃত যে আদর্শ সেটা বুকে ধারণ করে লড়াই করেছে। সে জন্যই আমরা আজ বিজয়ী হয়েছি। এ বিজয়কে একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।’

রিজভী বলেন, গণতান্ত্রিক দেশে প্রত্যেকের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। বিগত সরকার ‘মঙ্গল শোভাযাত্রার’ নামে পরিকল্পিতভাবে মুখোশ বা মুখাকৃতি ব্যবহার করত। সেখানে পরিকল্পিতভাবে দাড়িওয়ালা-টুপিওয়ালাদের বিকৃত করা হতো কেন? সব দাড়িওয়ালা-টুপিওয়ালা তো স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেননি।


শেয়ার করুন

Similar Posts