দেশটা আমাদের, ট্রাম্প-মোদি এসে কিছু করে দেবেন না: মির্জা ফখরুল

শেয়ার করুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাই যদি বুঝতে পারি দেশটা আমাদের; আমাদেরই কাজ করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবেন না।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘আমরা সবাই যদি বুঝতে পারি দেশটা আমাদের, আমাদের কাজ করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবেন না। আমাদেরকেই করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়েছি, হতেও হবে।’

তিনি আরও বলেন, ‘সবাই এক হয়ে কাজ করি। যেভাবে গণঅভ্যুত্থানে সবাই এক হয়েছিল। দেশটার জন্য কাজ করতে হবে। ড. ইউনূস সাহেবকে দায়িত্ব দেয়া হয়েছে, তিনি কাজ করে যাচ্ছেন, চেষ্টা করছেন। তাকে ধন্যবাদ জানাই। আশা করি ড. ইউনূস সফল হবেন। আসুন আমরা নিজেরা নিজেদের সাহায্য করি।’

গণতন্ত্র প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের যেমন বিকল্প নেই, তেমনি গণতন্ত্র চাপিয়ে দেয়া যায় না। গণতন্ত্র চর্চা করতে হবে। এতে সফলতা একদিন মুক্ত বিহঙ্গের মত ঠিকই তীরে এসে পৌঁছবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘সবাই কেমন যেন হতাশ হয়ে পড়ছেন। এতো ত্যাগ তিতিক্ষার তাহলে কী হলো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের পরিস্থিতি ও ভবিষ্যৎ ভালো হবে, খুব ভালো হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘সবাই এখন ভিন্ন দিকে নজর দিচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে ট্যারিফ দিয়েছে তা দেশের জন্য একটু বিপদে পড়ার মতোই। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া বাড়তি শুল্ক দ্রুত সমাধান করতে না পারি তাহলে সমস্যা আরও আসবে।’

দেশের কৃষিখাতে নজর দেয়ার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘কৃষকদের প্রতি গুরুত্বসহকারে কাজ করতে হবে। মাঠেঘাটে যারা কাজ করছেন, তাদের প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। কারণ সেখানেই বড় অর্জন বাংলাদেশের।’


শেয়ার করুন

Similar Posts