আমতলীতে দুই আওয়ামীলীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান,এলাকায় হাস্যরস !

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যন অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদান করেছেন। শুক্রবার রাতে আওয়ামীলীগ দল ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই দরবারের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম হাতে শপথ নিয়ে যোগদান করেছেন। একই ইউনিয়নের সাবেক আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম মিয়া দের মাস আগে একই দলে যোগদান করেছেন। তাদের যোগদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।

জানাগেছে, ২০২২ সালে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি চেয়ারম্যান নির্বাচিত হন। ওই বছরই তিনি ওই ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি হন।

গত ৫ আগষ্ট শেখ হাসিনার পতন হলে দিশেহারা হয়ে পড়ে উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীরা। উপজেলার অধিকাংশ নেতাকর্মী পলাতক রয়েছেন। এ বছর ফেব্রুয়ারী মাসে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম আওয়ামীলীগ ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদান করেন। তার দের মাসের মাথায় একই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনি একই দলে যোগদান করেছেন। দুজনের আওয়ামীলীগ ছেড়ে একই দলে যোগদানকে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে। তাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, দুই আওয়ামীলীগ নেতার ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদান করা বেশ কৌতুহলের। দুইজন আওয়ামীলীগ দলের হলেও তাদের মধ্যে ছিল সাপে নেউলে সম্পর্ক। আবার তারা একই দলে যোগদান করেছেন। এতে হাস্যরসের সৃষ্টি হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মোঃ বায়েজিদ বলেন, গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আমিরের হাতে শপথ নিয়ে ইসলামী আন্দোলনে যোগদান করেছেন। এর আগে সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম একই ভাবে যোগদান করেছেন।
গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি ও সাবেক সভাপতি চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, দলের কাউকে অবহিত না করেই তারা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। তাদের ভালো লেগেছে বলেই তারা আওয়ামীলীগ ছেড়ে অন্য দলে যোগদান করেছেন, এখানে দলের কিছুই করার নেই।