রাষ্ট্রপতির সঙ্গে ভারতের ২ মন্ত্রীর জরুরি বৈঠক, ‘লাল ফাইল’ ঘিরে জল্পনা

শেয়ার করুন

কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটন কেন্দ্র পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে জরুরি বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। এ সময় তারা রাষ্ট্রপতির কাছে দুটি লাল ফাইল জমা দেন, যা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভি জানায়, সন্ত্রাসী হামলার ঘটনার প্রেক্ষিতে এদিন সন্ধ্যা ৬টায় সংসদে সর্বদলীয় বৈঠক আহ্বান করে কেন্দ্রীয় সরকার। বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে তারা হাতে দুটি লাল ফাইল তুলে দিচ্ছেন।

এ বিষয়ে কেউ কেউ ধারণা করছেন, এই দুটি ফাইলে যুদ্ধের অনুমতি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রপতির কাছে পেশ করা ওই লাল ফাইল নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

সুশান্ত হালদার নামে এক ব্যক্তি ফেসবুক পোস্টে মন্তব্য করেন, এ সময়ের প্রেক্ষিতে ফাইল দুটি নিশ্চয়ই কোনো সাধারণ নথি নয়। একটি ফাইল হতে পারে যুদ্ধ শুরুর অনুমতির প্রস্তাব, অন্যটি চূড়ান্ত প্রতিরক্ষা ব্যবহারের অনুমোদনের জন্য।

কাশ্মীর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানাশিন কাউন্সিল। পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসিরউদ্দিন চিশতী বলেন, পাকিস্তানকে ইসলামের প্রকৃত শিক্ষা অনুধাবন করতে হবে। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। তিনি আরও বলেন, ভারত জানে কীভাবে শত্রুর জবাব দিতে হয়।

এদিকে কংগ্রেস মুখপাত্র কেসি বেনুগোপাল জানান, পহেলগাম একটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা হওয়া সত্ত্বেও এমন হামলা উদ্বেগজনক।

ৃতিনি বলেন, এই অঞ্চল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। নিরাপত্তা গাফিলতির বিষয়টি তদন্ত হওয়া জরুরি।


শেয়ার করুন

Similar Posts