আমতলীতে বজ্রপাতে যুবক নিহত

মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে যুবক রিপন হাওলাদার (২৩) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে রোববার বেলা ১০ টার দিকে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের আলগী গ্রামে।
জানাগেছে, উপজেলার আলগী গ্রামের বশির হাওলাদারের ছেলে রিপন হাওলাদার রোববার বেলা ১০ টার দিকে মাঠে গরু চরাতে যায়। ওই সময় ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে যুবক রিপনের শরীর জ্বলসে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন।
গাজীপুর পুলিশ ফাড়ির এসআই হুমায়ুন কবির বলেন, মাঠে গরু চরাতে গিয়ে রিপন হাওলাদার বজ্রপাতে নিহত হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। তারাই ব্যবস্থা নিবেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার আবেদন করলে তাদের আর্থিকভাবে সহায়তা করা হবে।