কলাপাড়ায় তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন

শেয়ার করুন

কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট।  

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যার পরে সাড়ে সাতটার দিকে প্রায় ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে এ আগুন লাগার ঘটনা ঘটে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুনে এখানকার ১৩ থেকে ১৪টি ডিউটি পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের স্থলে অন্তত হাজার টন স্ক্র্যাপসহ লোহালক্কর রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।  

খবর পেয়ে কলাপাড়ার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পাওয়ার প্লান্টের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। তবে মূল পাওয়ার প্লান্টের কোন ক্ষতি হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে। 

বিষয়টি নাশকতা কিনা তা এ মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। কলাপাড়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ঘটনাস্থলে রয়েছেন।


শেয়ার করুন

Similar Posts