চাকরি ফেরতের দাবিতে বিক্ষোভ: গভর্নরের গাড়ির সামনে শুয়ে পড়লেন ব্র্যাক ব্যাংকের কর্মীরা

শেয়ার করুন

চাকরি ফেরতের দাবিতে রাজধানীর সিএমএসএমই নারী উদ্যোক্তা মেলার সামনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন ব্র্যাক ব্যাংক থেকে চাকরিচ্যুত একদল কর্মকর্তা-কর্মচারী।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিক্ষোভের একপর্যায়ে কয়েকজন নারী বিক্ষোভকারী সরাসরি গভর্নরের গাড়ির সামনে শুয়ে পড়েন। নিরাপত্তা কর্মীরা তাদের সরানোর চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয় এবং ধাক্কাধাকির ঘটনাও ঘটে। পরে গভর্নর ঘটনাস্থল ত্যাগ করেন।

চাকরিচ্যুতদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ বা ব্যর্থতার প্রমাণ ছাড়াই তাদের জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তদন্তেও এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট কর্মীদের পুনর্বহালের সুপারিশ করা হলেও ব্র্যাক ব্যাংক তা বাস্তবায়ন করেনি।

বিগত কয়েক মাস ধরেই চাকরি ফিরে পাওয়ার দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসব কর্মী। ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের সামনেও মানববন্ধন করেন তারা। বাংলাদেশ ব্যাংকের তদন্তে বলা হয়েছে, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২,৫৫৩ জন কর্মীকে বাধ্য করা হয়েছে পদত্যাগে।

এক বিক্ষোভকারী বলেন, “বছরের পর বছর আমরা পরিশ্রম করে ব্যাংকের উন্নয়নে ভূমিকা রেখেছি। এখন হঠাৎ করে আমাদের জীবিকা কেড়ে নেওয়া হয়েছে। আমরা পুনর্বহাল চাই।”

এর আগে ফেব্রুয়ারিতেও তারা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছিলেন। অভিযোগ রয়েছে, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২,৫০০-এর বেশি কর্মীকে স্বেচ্ছায় পদত্যাগে বাধ্য করা হয়েছে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “যারা কাঙ্ক্ষিত পারফরম্যান্স করতে পারছিলেন না, তাদের নিয়ম অনুযায়ী অব্যাহতি দেওয়া হয়েছে।”

চাকরিচ্যুতরা দ্রুত পুনর্বহাল, ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, পাশাপাশি সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।


শেয়ার করুন

Similar Posts