নাটকের শুটিং করতে গিয়ে আহত অভিনেত্রী তটিনী

শেয়ার করুন

আসন্ন ঈদের একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তানজিম সাইয়ারা তটিনী। চট্টগ্রামে শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহশিল্পী তৌসিফ মাহবুব।

তৌসিফ মাহবুব বলেন, ‘আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম চট্টগ্রামে। রোববার সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়। আপাতত ভালো আছে সে।’

জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী এবং তৌসিফ। শুটিং চলাকালীন সময়ে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসাবধানতাবশত শুটিংয়ের একটি লাইট স্ট্যান্ড তটিনীর ওপরে পড়ে যায়।

এতে মাথায় গুরতর আঘাত পান অভিনেত্রী। এরপর তাকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক জানিয়েছে, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তারা পর্যবেক্ষণে রেখেছেন। কথা বলতে নিষেধ করেছেন অভিনেত্রীকে।

ঈদুল আজহার জন্য এ নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসাইন রাখি।


শেয়ার করুন

Similar Posts