প্রেস ক্লাবের সামনে শুয়ে পড়লেন চাকরিচ্যুত সেনাসদস্যরা

শেয়ার করুন

চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকরি ফেরতের দাবিতে প্রেসক্লাবের সামনের সড়কে শুয়ে পরে বিক্ষোভ করেন

চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকরি ফেরতের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করছেন। দ্রুত দাবি বাস্তবায়নে বিক্ষুব্ধরা সড়কে শুয়ে পড়েন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তারা চাকরি হারিয়েছেন।

রোববার (১৮ মে) বেলা ১১টার দিকে এই বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে চাকরিচ্যুত সেনাসদস্যরা বিক্ষোভে আসতে শুরু করেন। একপর্যায়ে তারা মিছিল নিয়ে জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা নেয়। এসময় পুলিশের বাধার মুখে পরেন আন্দোলনকারীরা।

তাদের দাবি বিগত সরকারের আমলে তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বঞ্চিত করা হয়েছে। এখন তারা তা ফেরত চান সরকারের কাছে।

শাহবাগ থানার উপপরিদর্শক তৌকির আহমেদ বলেন, প্রেস ক্লাবের সামনে এখনো বিক্ষোভ চলছে। নিরাপত্তার জন্য প্রেস ক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।


শেয়ার করুন

Similar Posts