ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ৫

শেয়ার করুন

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছে আরো ৯০ জন ইসরায়েলি। টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়, হাইফার কাছে তামরা শহরে এই হামলাটি আঘাত হানে।

এতে আরো বলা হয়েছে যে, নিহতদের সবাই খতিব পরিবারের সদস্য।
তামরা মূলত হাইফার কাছাকাছি একটি ফিলিস্তিনি শহর।

এদিকে ইরান থেকে নিক্ষেপ করা একের পর এক ক্ষেপণাস্ত্রের মুখে ইসরায়েলি সামরিক বাহিনী বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে যে আদেশ জারি করেছিল, তা তুলে নেওয়া হয়েছে।

এখন হালনাগাদ আদেশে বলা হয়েছে, দেশজুড়ে বাসিন্দারা চাইলে সুরক্ষিত স্থান ছেড়ে যেতে পারবেন।

তবে এর আশপাশে থাকতে হবে।


শেয়ার করুন

Similar Posts