শরীয়তপুরের নতুন ডিসি তাহসিনা বেগম

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগমকে শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনকে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটিও করেছে সরকার।