জাহাজ ডুবিয়ে দিয়ে এবার ইসরাইলি বিমানবন্দরে হুতির হামলা!

শেয়ার করুন

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা চলতি সপ্তাহে লোহিত সাগরে দুটি জাহাজ ডুবিয়ে দেয়ার পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলের বেন গুরিওন বিমানবন্দরেও হামলার চেষ্টা করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী হামলা প্রতিহত করার খবর দেয়ার পর, তাদের দলটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ‘গুণগত সামরিক অভিযান’ (ইসরাইলে) চালিয়েছে।

এদিকে সামুদ্রিক নিরাপত্তা সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হুতিরা গ্রিসের মালিকানাধীন লাইবেরিয়া-পতাকাবাহী ‘এটারনিটি সি’ জাহাজের ছয়জন ক্রু সদস্যকে আটক করেছে, যে জাহাজটিতে গেল সোমবার হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৪ নাবিক নিহত হন।

লোহিত সাগরে টহলরত ইউরোপীয় ইউনিয়নের নৌ টাস্ক ফোর্স অ্যাসপাইডস জানিয়েছে, ইটারনিটি সি জাহাজে মোট ২৫ জন আরোহী ছিলেন। মঙ্গলবার জাহাজটি ডুবে যাওয়ার পর ১০ জন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে এবং ১১ জন এখনও নিখোঁজ, যাদের মধ্যে ছয়জন হুতিদের হাতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার সারি বলেন, হুতিরা ‘জাহাজের বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করতে, তাদের চিকিৎসা সেবা দিতে এবং নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার’ পদক্ষেপ নিয়েছে।

আল জাজিরা বলছে, হুতিরা ম্যাজিক সিজ জাহাজ ডুবিয়ে দেয়ার একদিন পর এটারনিটি সি-তে আক্রমণ করে।


শেয়ার করুন

Similar Posts