১ ঘণ্টা পর মতিঝিলের সেনাকল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের পাশে সেনাকল্যাণ ভবনের ২১ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সমকালকে বলেন, রাত ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি আরও বলেন, রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। রাত ১০টা ৫১ মিনিটে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা দোলন বলেন, ওই ভবনের ১৭ তলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।