হাসপাতাল থেকে ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (২৩ জুলাই) রাত ১টা ১৮ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা দেন এবং রাত পৌনে তিনটার দিকে বাসায় পৌঁছান।
রাতে এ কথা গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
জানা গেছে হঠাৎ অসুস্থবোধ করায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য বেগম জিয়াকে হাসপাতালে নেয়া হয়।
উল্লেখ্য, লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর এ নিয়ে দ্বিতীয়বার চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হলো বিএনপি চেয়ারপারসনকে।