ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ’২৫ পেলেন মানবজমিন সম্পাদক

শেয়ার করুন

মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ’২৫ পেয়েছেন। শিশু সাহিত্যে অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়। মাহবুবা চৌধুরী ছোটবেলা থেকেই ছড়া লিখতে শুরু করেন। সাত-আট বছর বয়স থেকেই বিভিন্ন দৈনিকের পাতায় তার ছড়া প্রকাশ হতে থাকে। ১৯৬৮ সালে তার ছড়া প্রকাশিত হয় তৎকালীন পাকিস্তানি খবরে। এরপর তার লেখালেখি শুরু হয় কিশোরদের জন্য। বিতার্কিক হিসেবেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার খ্যাতি ছিল। টিভিতে সংবাদ উপস্থাপনায় খুব অল্পদিনের মধ্যেই তিনি জনপ্রিয় হয়ে উঠেন। তার রয়েছে ৪৪টি বই। তার কথা, ‘আমি সারা জীবন শিশুদের জন্যই লিখে যাব। কারণ শিশুরাই দেশের ভবিষ্যৎ।

শিশু সাহিত্যে অবদানের জন্য তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। লেখালেখি ছাড়াও তিনি খবর পাঠ, টক শো ও রন্ধনশিল্পের অনুষ্ঠান উপস্থাপনা করে থাকেন।


শেয়ার করুন

Similar Posts