শহীদ মিনারে এনসিপির সমাবেশ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

শেয়ার করুন

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের মঞ্চ তৈরি হয়ে গেছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রোববার বিকেল চারটায় দলটির সমাবেশের আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা।

তবে বেলা তিনটা নাগাদ সমাবেশস্থলে তেমন জনসমাগম দেখা যায়নি। যদিও দলটির সদস্য রফিকুল ইসলাম কনক গণমাধ্যমকে বলেছেন, তারা গত বছরের ৩ আগস্টের মতোই আজকের সমাবেশেও গণজোয়ার আশা করছেন।

এই সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে এনসিপি। বক্তব্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের কেন্দ্রীয় নেতারা।

শহীদ মিনারের সামনে নেতা–কর্মীদের বসার জন্য বিছানো হয়েছে লাল কার্পেট। শহীদ মিনারের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ডিজিটাল পর্দা। জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা সেখানে প্রদর্শন করা হচ্ছে।

এদিকে সমাবেশস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলা দুইটার দিকে সেখানে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াডকে টহল দিতে দেখা গেছে।

এনসিপির বংশাল থানার সংগঠক শাকিল বলেন, সমাবেশের নিরাপত্তায় তাদের তিন শতাধিক নেতা–কর্মী কাজ করছেন। প্রশাসনের কাছ থেকে যথেষ্ট নিরাপত্তা তারা পাচ্ছেন।


শেয়ার করুন

Similar Posts