মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১০

শেয়ার করুন

রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা জানান, গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হয়েছিলেন তারা। এসময় শোভাবর্ধনের জন্য সেখানে অনেক গ্যাস বেলুন ফুলিয়ে রাখা হয়েছিল। আগতরা এক পর্যায়ে সেই বেলুন নিয়ে টানাটানি শুরু করলে ঘটে বিস্ফোরণ। আগুনে ঝলসে যায় আশপাশে থাকা অন্তত ১০ জন৷ উদ্ধার করে তাদেরকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সবারই হাত ও মুখের সামান্য অংশ দগ্ধ হয়েছে৷ সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।


শেয়ার করুন

Similar Posts