সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে এলো নিখোঁজ জেলের লাশ

পটুয়াখালীর কুয়াকাটায় ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া এফ.বি সাগর কন্যা ট্রলার সহ ইদ্রিস নামে নিখোঁজ এক জেলের মরদেহ ভেসে এসেছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জোয়ারের পানিতে ভেসে এসে মরদেহটি কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন সি-বীচে আটকে পড়ে।
এর আগে গত ২৫ জুলাই কুয়াকাটা থেকে অন্তত ১৫০ কিলোমিটার গভীরে “শেষ বয়া ” নামক স্থানে ১৫ জন জেলে নিয়ে ট্রলারটি ডুবে যায়। দীর্য পাঁচদিন জেলেরা সমুদ্র বয়া (ভাসা) ধরে ভাসমান থাকার পরে অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
পরে ১ আগষ্ট (শুক্রবার) কুয়াকাটায় জোয়ারের পানিতে ভেসে আসে নজরুল ইসলাম নামের এক জেলের মরদেহ।
এখনো নিখোঁজ রয়েছে মো.রফিক, গিয়াস উদ্দিন এবং আবদুর রশিদ নামের তিন জেলে। নিখোঁজ এবং নিহত জেলেদের বাড়ী উপজেলার বালিয়াতলী এবং লালুয়া ইউনিয়নে। উক্ত ট্রলারের মালিক কিশোর হাওলাদার বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে।