সাত বছর পর ছোট পর্দায় মধুমিতা!

শেয়ার করুন

লীনা গঙ্গোপাধ্যায় তাঁর নতুন কাহিনির জন্য নায়ক নায়িকা খুঁজচ্ছেন এ কথা ইন্ডাস্ট্র্রির অন্দরের অনেকেরই জানা। শোনা যাচ্ছে ইতিমধ্যে প্রায় সবটাই চূড়ান্ত হয়ে গিয়েছে।

লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় যে নতুন ধারাবাহিকের পরিকল্পনা করে ফেলেছেন সে কথা আনন্দবাজার ডট কম আগেই জানিয়েছিল। নতুন কাহিনির জন্য লুক সেটও চলছে জোরকদমে সে কথাও শোনা গিয়েছিল।

সূত্র বলছে ইতিমধ্যে লেখিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন সবটা। শোনা গিয়েছিল গৌরব চট্টোপাধ্যায়কে মুখ্য চরিত্রের জন্য ভাবছেন তিনি। টলিপাড়ায় ফিসফাস, এই নতুন ধারাবাহিকে দেখা যেতে পারে একজোড়া নায়ককে। শুধু গৌরব নয় এই কাহিনিতে অভিনয় করবেন শন বন্দ্যোপাধ্যায়ও।

আর দুই নায়কের মাঝে দেখা যাবে কোন নায়িকাকে? রণিতা দাস, দীপান্বিতা রক্ষিত এবং মধুমিতা সরকারের লুক সেট নাকি হয়েছিল। অসমর্থিত সূত্রের খবর সম্ভবত, মধুমিতাকেই চূড়ান্ত করা হয়েছে। কারণ, দীপান্বিতা নাকি প্রথমেই সরে দাঁড়িয়েছিলেন। আর রণিতাকে নাকি মানানসই বলে মনে হয়নি। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরের একাংশের প্রশ্ন, দুই নায়ক একটি ধারাবাহিকে থাকলে থাকলে এক জন নায়িকাকে কেন দেখা যাবে? তা হলে কি এ বার ত্রিকোণ প্রেমের কাহিনি? সে সব কিছু যদিও এখনও স্পষ্ট নয়।

খুব অল্প দিনের মধ্যেই নাকি শেষ হবে ‘তেঁতুল পাতা’ ধারাবাহিক। এই কাহিনি শেষ হওয়ার পরেই নতুন ধারাবাহিকে যোগ দেবেন নায়ক। আর শনের ধারাবাহিক ‘রোশনাই’ অনেক দিন হল শেষ হয়েছে।

শোনা যাচ্ছে, শীঘ্রই নতুন কাহিনিতে নতুন রূপে দেখা যাবে তাঁকে। কিন্তু অন্দরের প্রশ্ন মধুমিতা কি আদৌ ছোট পর্দায় আবার কাজ করতে রাজি হবেন? ডিসেম্বরে বিয়ের পরিকল্পনা তাঁর। নিজের জন্যও এই মুহূর্তে সময় চেয়েছিলেন তিনি। নায়িকা কি নতুন কোনও ধারাবাহিকে যোগ দেবেন? সেই উত্তর যদিও এখনও মেলেনি।


শেয়ার করুন

Similar Posts