বঙ্গবন্ধুকে নিয়ে শোক প্রকাশ করে যা বললেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক
১৫ই আগস্ট আজ। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। গত সরকারের শাসনামলে ১৫ই আগস্ট দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হলেও অন্তবর্তী সরকারের আমলে দিনটি আর সরকারিভাবে পালিত হচ্ছে না। তবে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা শোক প্রকাশ করছেন। কেউ কেউ বঙ্গবন্ধুর ছবির সাথে কবিতার উক্তি জুড়ে দিয়েছেন। আবার কেউ কেউ নিজস্ব মতামতও জানিয়েছেন। আর এই তালিকায় শোবিজের তারকারাও রয়েছেন। আজ ঢালিউড সুপারস্টার শাকিব খান তার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক ফেসবুক পোস্টে শেখ মুজিবুর রহমানের ছবি জুড়ে দিয়ে শাকিব খান লিখেছেন, শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।