কুয়াকাটা সৈকতে ঢেউয়ের সাথে ভেসে এলো লাশ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় ঢেউয়ের সাথে ভেসে এলো অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ। শনিবার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
এসআই মনিরুজ্জামান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গঙ্গামতির সূর্যোদয় পয়েন্ট এলাকা থেকে লাশ টি উদ্ধার করা হয়। তবে এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। লাশটির গায়ে একটি লাল কম্বল মোড়ানো ছিল।’
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘সকালে আমরা সমুদ্রপাড়ে ঘুরতে গিয়ে লাশটি দেখতে পাই। পরে পুলিশকে খবর দেই।’
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হবে।