বগুড়ায় অপহৃত ২ ব্যক্তি উদ্ধার, ৩ নারীসহ অপহরণকারী চক্রের ৭ জন গ্রেফতার

ফাইল ফটো।
শেয়ার করুন

বগুড়ার চকসুত্রাপুর এলাকা থেকে পুলিশ মুক্তিপনের দাবিতে অপহৃত ২ ব্যক্তিকে উদ্ধার এবং অপহরনেণর সঙ্গে জড়িত চক্রের ৩ নারী সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে। অপহরণের পর টাকার দাবিতে অপহৃত দুই ব্যক্তিকে মারপিট করা হয়। ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করে। অপহরণের পর উদ্ধার হওয়া ২ জন হলেন-জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফজলুর রহমান(৪৪) ও আব্দুস সালাম(৩৫)। অভিযুক্ত অপহরণকারী চক্রের গ্রেফতারকৃতরা হলো-কেয়া বেগম(৩২), আফসানা মিমি(২৪), কামরুন নাহার(২২), মহসিনন কাজী সিজান(৪০), এনামুল রায়াহন(২৭), ওমর ফারুক(৩৫) ও নয়ন হোসেন(৩৫)।

ডিবি পুলিশ জানায়, এক মাস আগে কেয়া বেগমের সঙ্গে ফজলুর রহমানের হাসপাতালে পরিচয় হয়েছিলে। সেই সুত্র ধরে বৃহস্পতিবার তাকে মোবাইল ফোনে শহরের তিনমাথা এলাকায় আসতে বলে। ফজুলর রহমান সঙ্গী আব্দুস সালামকে নিয়ে সেখানে গেলে তারা অপহরণের শিকার হন। পরে তাদের আটকে রেখে অপহরণকারী চক্রের সদস্যরা ৪ লাখ টাকা দাবি করে। একই দিন বিকালে বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশের একটি টিমি তদন্ত শুরু করে। রাতে শহরের চকসুত্রাপুরে রহমান ভিলা নামে একটি ভবনের পঞ্চম তলার ফ্লাটে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িতেদের গ্রেফতার করে। ডিবি পুলিশের পরিদর্শক ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অপহরণকারী চক্রের গ্রেফতারকৃতদের মধ্যে বেশ কয়েক জনের বিরুদ্ধে মারপিট অপহরণ চুরি ও হত্যা মামলা রয়েছে।


শেয়ার করুন

Similar Posts