বগুড়া জেলা কমিউনিস্ট পার্টির কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আমিনুল ও সাধারণ সম্পাদক হাসান

শনিবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় ঐতিহাসিক সাতমাথায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির ত্রয়োদশ বগুড়া জেলা কমিটির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ফরিদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীত গেয়ে, পায়রা মুক্ত করার মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ ও দলীয় পতাকা উত্তোলন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এ্যাডঃ মহসিন রেজা।
উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এ্যাডঃ মহসিন রেজা, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান ফিরোজ হামিদ খান রেজভী, বাসদ বগুড়া জেলা কমিটির সদস্য সচিব এ্যাডঃ দিলরুবা নুরী, সিপিবি বগুড়া জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজু, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমেদ প্রমুখ।
উদ্বোধনী অধিবেশনে উদ্বোধক কমরেড মিহির ঘোষ বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র – জনতার আন্দোলনের লক্ষ্য ছিল স্বৈরাচার – ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ।
বর্তমানে দেশ সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে, সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরেও জনগণের সংশয় কাটেনি।
জনগণ এখনো ভাবছে, নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি?
মব সন্ত্রাস থেমে নেই, ঢাকা রিপোটার্স ইউনিটে ৭১ মঞ্চের মব সন্ত্রাসের দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, আক্রান্ত ও আহত ১৬ জন মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ ১৬ জন বিশিষ্ট নাগরিকদের গ্রেফতার মামলা দায়ের করেছে।
গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের উপর আইনশৃঙ্খলা বাহিনীর আক্রমণ ও আহত ঘটনা কিসের আলামত বহন করে? বক্তব্যে এসব ঘটনার তীব্র নিন্দা জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে।
কাউন্সিলে সর্বশেষ অধিবেশনে কমরেড আমিনুল ফরিদকে সভপতি ও কমরেড হাসান আলী শেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিউনিষ্ট পাটি বগুড়া কমিটি গঠন করা হয়।