করতোয়া আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনে ধাক্কায় ফুচকা বিক্রেতার মৃত্যু

শেয়ার করুন

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনে ধাক্কায় বগুড়ায় নিরব (৩০) নামে এক ফুচকা বিক্রেতার মৃত্যু হয়েছে। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আলীরহাট এলাকার বাসিন্দা আজিজের ছেলে। তিনি কলেজ এলাকায় ফুচকা বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন কলেজের মূল ফটক থেকে কিছুটা পূর্বে লাইনের ওপর দিয়ে যাওয়ার সময় নিরবের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল বলেন, ট্রেন দুর্ঘটনায় একজন ফুচকা বিক্রেতার মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

Similar Posts