বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বগুড়ায় সমাবেশ বর্নাঢ্য র্যালীসহ দিন ব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিলো ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদান, দোয়া ও মিলাদ মাহফিল ছিলো।
সকালে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসুচী শুরু হয়। পরে শহরের দত্তবাড়িতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামানান তালুকদার লালু ও জেলা বিএনপি’র সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। এসময় জেলা বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দসহ ড্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিকাল ৫ টার পর শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র্যালীপুর্ব এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা সভাপতিত্ব করেন। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা হেলালুজ্জামান তালুকদার লালু, এ্যডভোকেট একেএম মাহবুববর রহমান, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ জেলা বিএনপিসহ ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিশাল এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এর আগে বগুড়া বায়তুর রহমান সেন্টাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রামান্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বগুড়ায় বিভিন্ন কর্মসুচী পালন হবে বলে জেলা বিএনপি’র ঘোষিত কর্মসুচীতে জানান হয়েছে।