বগুড়ায় সারিয়াকান্দিতে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ফাইল ফটো।
শেয়ার করুন

বগুড়ার সারিয়াকান্দিতে শাহীনূর বেগম (৪৫) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহীনূর ওই গ্রামের আমিরুল ইসলাম ভেলুর স্ত্রী। তবে কয়েক বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। এক ছেলে বিদেশে এবং মেয়ে স্বামীর সঙ্গে ঢাকায় থাকায় তিনি একাই বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিন তার খোঁজ না পেয়ে সন্ধ্যায় আত্মীয়রা বাড়িতে যান। বাইরে থেকে দরজা আটকানো না থাকায় ভেতরে ঢুকলে মাটিতে হাত-পা বাঁধা লাশ দেখতে পান তারা। ঘরের জিনিসপত্র তছনছ করা ছিল। বাক্স ভেঙে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়।
নিহতের বোন শিউলি বেগম বলেন, নেশাখোরদের দল হয়তো টাকার জন্য এ ঘটনা ঘটিয়েছে। আমি এর কঠিন শান্তি চাই।

সারিয়াকান্দি থানার এসআই আব্দুল খালেক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।


শেয়ার করুন

Similar Posts