টানা আন্দোলনে পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রির অনুমোদন

শেয়ার করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পশুপালন ও পশু চিকিৎসা বিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থীদের জন্য অনুমোদন পেল কম্বাইন্ড ডিগ্রি “ব্যাচেলর অব সায়েন্স ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসবেন্ড্রি”।

দীর্ঘ এক মাসের টানা আন্দোলন শেষে দাবি পূরন হল শিক্ষার্থীদের। বুধবার দুপুর ২টায় পবিপ্রবির একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম তাৎক্ষনিকভাবে বিষয়টি আলোর ঠিকানাকে নিশ্চিত করেন।

এ সময় দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৪-২০২৫ সালে ভর্তিকৃত পশুপালন ও পশু চিকিৎসাবিজ্ঞান উভয় ডিসিপ্লিনের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রি পাবেন। এছাড়া সিনিয়র ব্যাচের শিক্ষার্থীদের অতিরিক্ত কোর্স(মেক আপ কোর্স) সম্পন্ন করে এ ডিগ্রি অর্জন করবেন। উপাচার্য এসময় আরও বলেন, প্রাণিসম্পদ সেক্টরের উন্নতির জন্য এটি অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্ত।

নতুন এ ডিগ্রি অনুমোদনের মাধ্যমে শিক্ষার্থীরা ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিম্যাল হাজবেন্ড্রি বিষয়ে একক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ দেশে ভেটেরিনারি শিক্ষা ও গবেষণাকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে।

এদিকে শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে যুগোপযোগী ও সময়োপযোগী উল্লেখ করে ক্যাম্পাসে বিজয় মিছিল করেছেন। তাদের দাবি, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় এখন তারা আরও বেশি উৎসাহ নিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন। পশুপালন অনুষদের শিক্ষার্থী ফারহান সাদিক বলেন, অ্যানিমেল হাজবেন্ড্রি এবং ভেটেরিনারি সায়েন্স শিক্ষার্থীদের জন্য এটি একটি ঐতিহাসিক বিজয়।

উল্লেখ্য, গত ৩১ জুলাই থেকে এএইচ ডিসিপ্লিনের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রীর দাবিতে আন্দোলন শুরু করেন। পরে এ দাবির সাথে একাত্মতা পোষণ করে আন্দোলনে যোগ দেয় ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে গত রবিবার থেকে কমপ্লিট শাটডাউনে ছিল বিশ্ববিদ্যালয়টির বহিঃস্থ ক্যাম্পাস।


শেয়ার করুন

Similar Posts