ঢাকাগামী বাসে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে পবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শেয়ার করুন

ঢাকাগামী ইউনিক পরিবহনের এক বাসে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষার্থীরা। এ সময় তারা একটি পরিবহন বাস আটকে রেখে ক্যাম্পাসে নিয়ে যান।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পাগলা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ইউনিক পরিবহন বাসে ভুরঘাটা এলাকায় পবিপ্রবি শিক্ষক আসাদুজ্জামান মুন্নার সঙ্গে বাসচালক নুরুল ইসলামের কথা কাটাকাটি হয়। এ সময় চালক তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেন। অন্য যাত্রীরা পরিস্থিতি শান্ত করে চালককে আবার আসনে বসান। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা ক্ষুব্ধ হন।

পরে সন্ধ্যা ৭টার দিকে শতাধিক শিক্ষার্থী ও পবিপ্রবির প্রো-ভিসি হেমায়েত জাহান পায়রা সেতুর টোলপ্লাজায় ইউনিক পরিবহনের কাউন্টারে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা কুয়াঘাটাগামী ইউনিক পরিবহনের একটি বাসের যাত্রী নামিয়ে গাড়িটি ক্যাম্পাসে নিয়ে আসেন।

এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, পরিস্থিতি শান্ত করা হয়েছে।


শেয়ার করুন

Similar Posts