আর যদি মাজার ভাঙে তাহলে খবর আছে: ফজলুর রহমান

পদ স্থগিত হওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, তৌহিদি জনতা হোক আর যেই হোক আর যদি মাজার ভাঙে তাহলে খবর আছে। এদেশের ঈমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে বলে দিলাম। সুন্নি এদেশের রাস্তায় নামবে। সুন্নিরা কিন্তু জামায়াতে ইসলাম না, তারা হলো ঈমানে ইসলাম এবং কলবের মধ্যে ইসলাম।
শনিবার (৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজবাড়ী ইস্যুতে শুধু একজন মানুষের লাশকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। যারা এ কাজ করেছে তারা মুসলমান না। আমি সমস্ত মানুষকে, ধর্মকামী মুসলমানকে এসবের শুধু প্রতিবাদ না, আমি তাদের প্রতিরোধ করতে বলি।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান আরও বলেন, ইউনূস সাহেবের আমলে এসব অপকর্ম হচ্ছে। সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি। মানুষকে ঘর থেকে বের করে ঈমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না। আপনারা এটা বিরত করেন আমি তাদেরকে আহবান করি।
এর আগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে সবার সঙ্গে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।