গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁর ডিবি ওসি নিহত, ওসির স্ত্রী আহত

শেয়ার করুন

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ জেলার ডিবি’র মুস্তাফিজ হাসান নিহত ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টায় গাজীপুর জেলা পুলিশ লাইন্সের সামনে ঢাকা- গাজীপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ওসি মোস্তাফিজ হাসান রাজশাহীর কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং নওগাঁ জেলার ডিবি অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্বরত ছিলেন। দূর্ঘটনায় তার স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হয়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, গাজীপুর পুলিশ লাইনের বিপরীতে তাদের প্রাইভেটকার থামিয়ে পুলিশ লাইনের গেট সংলগ্ন দোকানে আসেন। পরে সড়ক পার হয়ে তাদের প্রাইভেট কারে যাওয়ার সময় গাজীপুর চৌরাস্তা হতে আসা পথের সাথী পরিবহনের একটি বাস ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। এতে ওসি ডিবি ও তার স্ত্রী গুরুত্বর আহত হন। তাৎক্ষণিক পুলিশ লাইনের সামনে থাকা পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন বাসটি ও ড্রাইভারকে আটক করে এবং আহতদের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাদেরকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ওসি মোস্তাফিজ হাসানকে মৃত ঘোষনা করেন এবং তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা সংগঠনকারী বাস ও ড্রাইভারকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আটক হওয়া ড্রাইভার সুমনের বাড়ি জেলার কাপাসিয়ায়।


শেয়ার করুন

Similar Posts