ইটনায় যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই,চালককে হত্যায় আটক ৩

কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করার সময় চালক কালীপদ চন্দ্র সূত্রধরকে (৪০) হত্যার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।
রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রীজে এই ঘটনা ঘটে।
নিহত কালীপদ চন্দ্র সূত্রধর (৪০) কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
প্রাথমিকভাবে আটকদের নাম জানা গেছে। তারা হলেন-আশরাফুল ইসলাম (২০), মো. নাঈম (১৯) ও মো. দূর্জয় (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে ইটনা উপজেলার রায়টুটী ব্রীজে ঘুরতে আসার কথা বলে কালীপদ চন্দ্র সূত্রধরের অটোরিকশাটি ভাড়া নেন আশরাফুল ইসলাম (২০), মো. নাঈম (১৯) ও মো. দূর্জয় (২০) নামে তিন যুবক। পরে রোববার (৭ সেপ্টেম্বর) ভোরের দিকে রায়টুটী গোয়ারা ব্রীজে এসে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন তারা। এতে বাধা দিলে চালক কালীপদ চন্দ্র সূত্রধরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালানোর সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। গুরুতর জখম হওয়া অটোরিকশা চালক কালীপদ চন্দ্র সূত্রধরকে উদ্ধার করে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে আটকদের উদ্ধার করে ইটনা থানায় নিয়ে যায়। এই বিষয়ে জানতে চাইলে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল এর সরকারি মোবাইলফোন নাম্বারে কল করেও পাওয়া যায়নি।
তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাঈম দাদ খান নওশাদ ও স্থানীয় ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম অটোরিকশা চালক কালীপদ চন্দ্র সূত্রধরের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।