জামালপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

জামালপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম, জেলা পূজা উদযাপন পরিষদ জামালপুরের সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় সহ আরো অনেক।
এ সময় বক্তারা শারদীয় দুর্গাপূজা উদযাপন কালে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহ, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে সচেতন থাকার পাশাপাশি ধর্মীয় ভাবগামবীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।