জামালপুরে ২০টি পরিবারের মাঝে বিনামূল্যে অটোরিকশা বিতরণ

বেকারত্ব দূরীকরণ সহ টেকসই জীবিকা ও স্বাবলম্বীকরণ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে ২০টি পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে দেউরপাড় চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অটোরিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো: ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী।
অনুষ্ঠানে বিভিন্ন বেকার ও হতদরিদ্র পরিবারে মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে ২০ টি অটোরিকশা বিতরণ করা হয়েছে। এই অটোরিকশাগুলো অসহায় পরিবারগুলোকে টেকসই কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি করবে স্বাবলম্বী।