বগুড়ায় বিদেশী পিস্তলসহ আন্ত:জেলা ডাকাত দলের ২৩ মামলার আসামী গ্রেফতার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহাসড়কে ছিনতাই করার সময় পুলিশ বিদেশী পিস্তলসহ মাহবুব খাঁন(৩২) নামে এক জনকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে। তার বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং ২৩ মামলার আসামী বলে পুলিশ জানিয়েছে।
শাজাহানপুর পুলিশ জানায়,শনিবার রাতে দুটি ট্রাক পোলট্রি ফিড নিয়ে ফরিদপুরের টেকেহাটে যাচ্ছিল্ পথে বগুড়া-নাটোর মহাসড়কে রাত সাড়ে ১২ টার দিকে শাজাহানপুরের পারটেকুর এলাকার একটি ট্রাকের চাকা পাংচার হলে সেটি রাস্তার পাশের্^ দাড়ায়। অপর ট্রাকটির চালকও সাইড করে সেখানে তার ট্রাকটি দাড় করায়। এসময় মটরসাইকেল আসা ৩ জন ট্রাক চালকেদের ঘিরে ধরে পিস্তল উঁিচয়ে দু’জনের নিকট থাকা ৯০ হাজার টাকা ছিনতাই করে। এসময় টহল পুলিশ ঘটনাস্থলে পৌছলে ২ জন ছিনতাইকারী মটরসাইকেল নিয়ে পালিয়ে গেলে অন্যজন পালাতে না পেরে জমির ভিতর দিয়ে পালানোর চেস্টা কর। পুলিশ ও ট্রাক চালক হেলাপার তাকে ধাওয়া করে ধরে ফেলে। তার নিকট থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে।
এঘটনায় শাজহানপুর থানায় মামরা দায়ের হয়েছে। শাজাহানপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন গ্রেফতারকৃতসহ পালিয়ে যাওয়ারা আন্তঃজেলা ডাকাত দলের আসামি। এর মধ্যে মাহবুব খাঁনের বিরুদ্ধে সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।