বাজিতপুরে ‘জুলাইযোদ্ধা’ রাকিব হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ‘জুলাইযোদ্ধা’ রাকিব হত্যার বিচার দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাজিতপুর বাজারের বাঁশমহল এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে বাজিতপুরের কৈলাগ এলাকাবাসী। এতে কৈলাগ ইউনিয়নের কয়েকশত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন-বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, কৈলাগ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামসুল ইসলাম, বাজিতপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান সমন্বয়কারী রাহাগীর আলম মান্না, কৈলাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও নিহত রাকিবের ছোট ভাই ও মামলার বাদী রিয়াদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাকিব হত্যার এক মাস পেরিয়ে গেলেও মামলা ও আসামিদের গ্রেফতারে প্রশাসনের কোনো অগ্রগতি নেই। আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ রহস্যজনকভাবে নীরবতা পালন করছে। এতে নিহত রাকিবের পরিবারসহ পুরো এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
মানববন্ধন থেকে আগামী ৭ দিনের মধ্যে রাকিব হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বাজিতপুর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট রাকিবকে তার ঘনিষ্ঠ বন্ধুরা হাওরে বেড়ানোর কথা বলে ডেকে নেয়। পরে পরিকল্পিতভাবে তাকে জবাই করে হত্যা করা হয়। ৫ দিন পর ১৫ আগস্ট ভৈরবের লুন্দিয়া গ্রামের মেঘনা নদীর টুকচানপুর চরে কচুরিপানার ঝোপে আটকে থাকা অবস্থায় তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ভৈরব নৌ-পুলিশ। এই ঘটনায় নিহত রাকিবের ছোট ভাই রিয়াদুল ইসলাম বাদী হয়ে স্থানীয় কৈলাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিব কাউসারসহ ১০ জনের বিরুদ্ধে বাজিতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।