কুলিয়ারচরে মোটরসাইকেলের জন্য ২ সন্তানের জনকের আত্মহত্যা!

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দুই সন্তানের জনক আমিনুল ইসলাম জয় (২৫) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুলিয়ারচর পৌরসভার ৮ নং ওয়ার্ডের আলী আকবরী এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম জয় (২৫) ওই এলাকার প্রবাসী মাসুদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসে থাকা বাবার টাকায় আমিনুল ইসলাম জয় (২৫) শখ পূরণে নতুন মোটরসাইকেল কিনেন আবার বিক্রি করেন। কিছুদিন আগে তার নিজের মোটরসাইকেল বিক্রি করে নতুন মোটরসাইকেল কেনার জন্য মায়ের কাছে টাকা চান। কিন্তু তার মা সবটাকার ব্যবস্থা করতে পারেননি। এই নিয়ে ছেলে আমিনুল ইসলাম জয় মায়ের সঙ্গে রাগ করে শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রুমে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে বিষয়টি জানাজানির পর স্থানীয় লোকজন ঘটনাটি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে কুলিয়ারচর থানায় নিয়ে যায়।
কুলিয়ারচর পৌরসভার ৩ নং বিট পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।