পাকুন্দিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মালেম উদ্দিনের দাফন

শেয়ার করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা মালেম উদ্দিন (৮৫) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহত বীর মুক্তিযোদ্ধা মালেম উদ্দিন উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মির্জাপুর আলিম মাদরাসা মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে বীর মুক্তিযোদ্ধা মালেম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে উপজেলা প্রশাসন। মালেম উদ্দিনের কফিনে জাতীয় পতাকা মুড়িয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন।

এই সময় উপস্থিত ছিলেন-স্থানীয় চরফরাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নানসহ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


শেয়ার করুন

Similar Posts