কিশোরগঞ্জে আলোকিত সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শেয়ার করুন

কিশোরগঞ্জে আলোকিত সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ইছাসুর গ্রামের মহিউদ্দিন স্মৃতি পাঠাগারে এই আলোচনার সভার আয়োজন করে মহিউদ্দিন স্মৃতি পাঠাগার কর্তৃপক্ষ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের জেলা লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি লেখক ও তথ্য সংগ্রাহক মো. আমিনুল হক সাদী। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিউদ্দিন স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার প্রীতি। সমাজকর্মী মো. মস্তুফার সভাপতিত্বে ও মহিউদ্দিন ফাতেমা কিন্ডারগার্টেন এর পরিচালক রফিকুল ইসলাম মনিরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ সাইফুল ইসলাম, শিক্ষক সাবিকুন্নাহার মনি, হাজী মুহাম্মদ আব্দুল জব্বার, সুরুজ আলী, মজলু মিয়া, আবু হানিফ, শিক্ষার্থী আবুল কালাম, রবীন, হামীম,
বায়জিদ, সাকিব, আল আমিন, রনি, সাইফুল্লাহ, নাহিদুজ্জামান রাহুল প্রমুখ।

এই সময় উপস্থিত ছিলেন মহিউদ্দিন স্মৃতি পাঠাগারের দায়িত্বশীলগণ, পাঠক-পাঠিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে মহিউদ্দিন স্মৃতি পাঠাগারের নতুন ঘরের শুভ উদ্বোধন করেন। পরে প্রয়াত মহিউদ্দিনসহ সকল মৃত এলাকাবাসীর মাগফিরাত কামনা ও সবার সুস্থতা চেয়ে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রায়হান।


শেয়ার করুন

Similar Posts