কটিয়াদীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন (দিলীপ), উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোজাম্মেল হক জোয়ারদার প্রমুখ।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন-উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।