আমতলীতে যুবদল নেতার তান্ডব,ধানের চারা রোপন করা জমি দখলে ফের চাষাবাদ

শেয়ার করুন

আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের যুবদল সাধারণ সম্পাদক আরিফ গাজী, ওয়ার্ড বিএনপি সভাপতি জুয়েল মল্লিক, আকবর হোসেন মল্লিক ও জামাল গাজীর নেতৃত্বে শতাধিক বিএনপির নেতাকর্মী সাড়ে পাঁচ একর আমন ধানের চারা রোপনকৃত জমি দখল চাষাবাদ ও চারা তুলে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের তান্ডবে এলাকায় আতঙ্ক বিরাজ করেছে।

বুধবার জমির মালিক মন্নাফ হাওলাদার ও নয়ন হাওলাদার এমন অভিযোগ করেছেন। এতে তাদের অন্তত ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তারা। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায়।

জানাগেছে, আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের সাড়ে ৫ একর জমি মন্নাফ হাওলাদার, নয়ন হাওলাদার ও তাদের সহযোগীরা শতাধিক বছর ধরে ভোগদখল করে আসছেন। ওই জমিতে তারা গত ২০ দিন আগে আমন ধানের চারা রোপন করেছেন। ওই চারা বড় হয়েছে। বুধবার বিকেলে হলদিয়া ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আরিফ গাজী, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল মল্লিক, আকবর হোসেন ডেনি মল্লিক ও জামাল গাজীর নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় তান্ডব চালিয়ে আমন ধানের রোপনকৃত জমি চাষাবাদ করেছেন। তাদের তান্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। দিনভর তান্ডব চালিয়ে তারা সন্ধ্যায় চলে যায় এমন অভিযোগ নয়ন হাওলাদারের। এতে মন্নাফ হাওলাদার ও নয়ন হাওলাদারের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা অভিযোগ করেন, যুবদল নেতার নির্দেশে হামজার মেশিন চালক স্থানীয় সুমনা ও কদভানু নামের দুই নারীর ওপরে তুলে দেয়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে একটি হামজা মেশিন আটকে রাখে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক জমি দখল করতে আসা কয়েকজন বলেন, যুবদল সাধারণ সম্পাদক আরিফ গাজী ও জুয়েল মল্লিকের আহবানে জমি দখল করতে এসেছিলাম। এসে দেখি জমিতে ধানের চারা রোপন করা। ওই চারা রোপন করা জমি হামলা মেশিন দিয়ে চাষাবাদ করা হয়েছে। আমরা দাড়িয়ে দেখেছি। তারা আরো বলেন, বিষয়টি আমাদের ভালো লাগেনি।

প্রত্যক্ষদর্শী ছালাম হাওলাদার ও কালাম হাওলাদার বলেন, হলদিয়া ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আরিফ গাজী ও ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল মল্লিকের নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী এসে এলাকায় তান্ডব চালিয়ে আমন ধানের চারা রোপন করা জমি চাষাবাদ করেছে।

তারা আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের তান্ডবে কেউ তাদের প্রতিহত করতে সাহস পায়নি।
স্থানীয় কদভানু ও সুমনা বলেন, বিএনপির নেতাকর্মীরা তান্ডব চালিয়ে চলে যাওয়ার সময় হামজা মেশিন আমাদের ওপর তুলে দেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে একটি হামজা মেশিন রেখে তারা পালিয়ে যায়।

নয়ন হাওলাদার ও মন্নাফ হাওলাদার বলেন, গত এক’শ বছর ধরে রেকর্ডীয় জমি ভোগদখল করে আসছি। ওই জমি হলদিয়া ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আরিফ গাজী ও ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল মল্লিক, আকবর হোসেন ডেনি মল্লিক ও জামাল গাজীর নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মীরা এসে আমন ধানের চারা রোপন করা জমি হামজা মেশিন দিয়ে চাষাবাদ করেছে। তারা আরো বলেন, তারা এসে এলাকায় তান্ডব চালিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি।

হলদিয়া ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আরিফ গাজী জমি চাষাবাদের কথা স্বীকার করে বলেন, ওই জমি আমার দাদার রেকর্ডীয় কিন্তু তারা ভোগদখল করছেন। তিনি আরো বলেন, নয়ন হাওলাদার ও তার লোকজন আমার একটি হামজা মেশিনের চাকা কুপিয়ে অচল করে দিয়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে শালিস বৈঠকে বসার সিধান্ত হয়েছে।

বরগুনা জেলা যুবদল সভাপতি জাহিদ হোসেন মোল্লা বলেন, এমন ধরনের কার্মকান্ড ওই ব্যক্তি করে থাকে, তাহলে এটা যুবদলের কাজ না। যদি ওই ঘটনা প্রামনিক হয়, তাহলে উপজেলা যুবদল নেতাকর্মীদের সুপারিশক্রমে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি আনা হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন

Similar Posts