কিশোরগঞ্জে মহাবীর ঈশা খাঁর ৪২৬ তম মৃত্যুবার্ষিকী পালন

কিশোরগঞ্জে মহাবীর ঈশা খাঁর ৪২৬ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়িতে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের জেলা লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন। এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ জেলার সভাপতি মো. রুহুল আমিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি অধিদপ্তরের সহকারী পরিচালক দীপংকর নন্দী। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের সভাপতি আমিনুল হক সাদী। এতে বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ বেতার ও টিভির এ গ্রেডের কণ্ঠশিল্পী আবুল হাসেম, কিশোরগঞ্জ পলিটেকনিক্যালের প্রশিক্ষক আব্দুল বাতেন, জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আশরাফ উদ্দিন, সাবেক শিক্ষক মো. কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য শহীদুল্লাহ্ মলাই, বীর ঈশা খাঁর ১৫ তম অধস্তন পুরুষ দেওয়ান জামাল দাদ খাঁ, দেওয়ান বকুল দাদ খাঁ, জিনিয়াস আইডিয়েল স্কুলের প্রধান শিক্ষক কবি তন্ময় আলমগীর, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের সভাপতি আলমগীর অলিক, সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।