হোসেনপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় টাইফয়েড টিকা নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে অনলাইন রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে হোসেনপুর উপজেলা পরিষদে এই অনলাইন রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খান।
হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এই অনলাইন রেজিষ্ট্রেশন বুথ চালু করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আন্জুমান ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এমদাদুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।