হোসেনপুরে ভিমরুলের কামড়ে নারীর মৃত্যু

ফাইল ফটো।
শেয়ার করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ভিমরুলের কামড়ে হেপি আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হেপি আক্তার (৪৫) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর পৌরসভার পূর্ব দীপেশ্বর এলাকার কাঞ্চন মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছ থেকে কাঁঠালপাতা পাড়তে যান হেপি আক্তার (৪৫)। এই সময় কাঁঠাল গাছে থাকা ভিমরুলের বাসা ক্ষতিগ্রস্ত হলে ভিমরুলের দল তাকে আক্রমণ করে কামড়ে দেয়। পরে পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হোসেনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


শেয়ার করুন

Similar Posts