ভৈরবে র‌্যাবের অভিযানে ১০২ কেজি গাঁজা উদ্ধার

শেয়ার করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) সদস্যরা।

রোববার (২১ সেপ্টেম্বর) র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প থেকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে ভৈরব পৌরসভার নাটাল মোড় সংলগ্ন সিরাজ নগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে ভৈরব পৌরসভার নাটাল মোড় সংলগ্ন সিরাজ নগর এলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটি দল। এই সময় একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি রেখে চালক ও মাদক ব্যবসায়ী পরশ খান দ্রুত পালিয়ে যান। পলাতক প্রাইভেটকার চালক পরশ খান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের রবিন মিয়ার ছেলে। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে কয়েকটি বন্তায় একান্নটি প্যাকেটে রাখা ১০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এইসব উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার বাজারমূল্য প্রায় ২০ লাখ ৪০ হাজার টাকা। এই ঘটনায় ব্যবহৃত সাদা রঙের টয়োটা অ্যাক্সিও প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-গ-২৯-৪৬৪৮) জব্দ করা হয়। পরবর্তীতে এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা গাঁজা ও প্রাইভেটকার আলামত হিসেবে থানায় জমা দেওয়া হয়েছে।

র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় চালক পালিয়ে গেলেও প্রাইভেটকার থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


শেয়ার করুন

Similar Posts