কিশোরগঞ্জে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক পণ্ড!

শেয়ার করুন

কিশোরগঞ্জে ‘প্রশাসনের অনুমতি নেই’ এই অভিযোগে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক পণ্ড করে দিয়েছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে কিশোরগঞ্জ শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত গোলটেবিল বৈঠকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে ‘রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা, তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে হেযবুত তওহীদ কিশোরগঞ্জ জেলা শাখা। সেখানে জেলার কর্মরত গণমাধ্যমকর্মীদেরকেও আমন্ত্রণ জানানো হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১১ টার দিকে গোলটেবিল বৈঠকটি শুরু হয়। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি সোহানুর রহমান হিমসেল। পরে প্রধান অতিথি সংগঠনটির ঢাকা বিভাগের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ বক্তব্য দেওয়ার সময় কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গিয়ে বাধা দেন। জেলা প্রশাসকের অনুমতি নেই অভিযোগ করে ওসি গোলটেবিল বৈঠকটি বন্ধ রাখতে বলেন।

এই সময় প্রধান অতিথি বলেন, রাষ্ট্রসংস্কারের প্রস্তাবনার বিষয়টি সরকারের তরফ থেকেই বলা হয়েছে এবং এই নিয়েই গোলটেবিল বৈঠকটি হচ্ছে। এতে প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। অন্যান্য জেলায়ও গোলটেবিল বৈঠক হয়েছে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, সেসব জায়গায় প্রশাসনের অনুমতির প্রয়োজন পড়েনি। কিন্তু প্রশাসনের অনুমতি না থাকায় অনঢ় অবস্থানে থেকে বৈঠকটি করতে দেননি ওসি। এতে গোলটেবিল বৈঠকটি পণ্ড হয়ে যায়।

আয়োজিত গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাপ্পা, ঢাকা দক্ষিণ জেলার সভাপতি মো. তসলিম উদ্দিন ও কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান আরফান।

এই বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রশাসনের অনুমতি নিয়ে অনুষ্ঠান করতে বলা হয়েছে। প্রশাসনের অনুমতি না থাকায় পুলিশ সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নিয়েছে।


শেয়ার করুন

Similar Posts