বগুড়ার শেরপুরে র্যাবের অভিযানে ২ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ২

বগুড়ার শেরপুর উপজেলা থেকে র্যাব প্রায় ২ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মুর্ত্তি উদ্ধার ও মুর্তি পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে। এরা হলো- মোঃ আবুল বাশার রুবেল(৫৫) ও আল আমিন সরকার(৪৮)। এদের বাড়ি শেরপুর ও সিরাজগঞ্জে।
র্যাব-১২ বগুড়া সিপিএস জানায়, রবিবার বিকালে র্যাবের একটি টিম শেরপুর উপজেলার দক্ষিণ আমুইন গ্রামে অভিযান চালায়। সেখানে সোনালিয়া পুকুর পাড়ের মটর ঘরের মেঝেতে পুঁতে রাখা অবস্থায় মুর্তি উদ্ধার ও ২ জন পাচারকারীকে গ্রেফতার করে। এর ওজন প্রায় ১৯০ কেজি এবং ৫৭ ইঞ্চি।

র্যাব জানায় গ্রেফতারকৃতরা কষ্টি পাথরের মুর্তিটি হেফাজতে রেখে উচ্চ মুল্যে বিক্রি ও পাচারের চেস্টা করছিলো। কষ্টি পাথরের উদ্ধারের পর র্যাব রাতে প্রেস ব্রিফিং করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়ার শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বগুড়া র্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়ড্রন লিডার ফিরোজ আহমেদ বিষয়টি নিশিচত করেছেন।